CCNA পরিচিতি – লেকচার ৮ – বেসিক রাউটিং
রাউটার হলো এমন একটি ডিভাইস যা লেয়ার ৩ এ কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠায়। আর নেটওয়ার্ক রাউট হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠানোর যে পথ সেটিই নেটওয়ার্ক রাউট।
বেসিক রাউটার ব্লক ডায়াগ্রাম:
ফ্লাশ মেমরি:
ফ্লাশ মেমরি ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম জমা রাখার জন্য।
র্যাম:
র্যাম ব্যবহার করা হয় রাউটিং টেবিল এর তথ্য এবং রানিং কনফিগারেশন এর ফাইল জমা রাখার জন্য।
এনভির্যাম:
এনভির্যাম ব্যবহার করা হয় স্টার্টআপ ফাইল জমা রাখার জন্য।
সাধারণত তিন ধরনের রাউট হয়ে থাকে:
- স্ট্যাটিক রাউট
- ডাইনামিক রাউট
- ডিফল্ট রাউট
ছোট নেটওয়াকের্র ক্ষেত্রে স্ট্যাটিক রাউট ব্যবহিত হয়ে থাকে। এই রাউটিং এ যদি রাউট পরিবর্তন ঘটে তাহলে ম্যানুয়ালি তা আপডেট করতে হয়।
স্ট্যাটিক রাউট এর কমান্ড সিন ট্যাক্স হলো:
Ip route dest-ip subnet{next-hop-ip/interface}
ডাইনামিক রাউট
ডাইনামিক রাউট হলো সে সব রাউট যা সময়ের সাথে সাথে আপনা আপনি পরিবর্তন ঘটে। ফলে ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন হয় না। যেকোন রাউট পরিবর্তন হলে সেটি অটুমেটিক্যালী রাউটিং টেবিল এ যোগ হয়।
ডিফল্ট রাউট
কোন গন্তব্যের জন্য রাউট নির্ধারণ করে না দেয়া থাকলে রাউটার ডিফল্ট হিসেবে যে পথ বেছে নেবে সেটিই হলো ডিফল্ট রাউট।
রাউটার বেসিক সিকিউরিটি সেটআপ
সিসকো মোড কনফিগারেশন পদ্ধতি
সিসকো রাউটার এ সাধারণত ৪টি মোড থাকে।
- EXE mode
- Privilege mode
- Global configuration mode
- Interface mode
সিসকো রাউটার সমূহের ইউজার EXE মোড হলো স্বাভাবিক অপারেশন মোড। সিসকো ডিভাইস চালু হওয়ার পর আইওএস লোড হয় এবং EXE মোড এ আসে। EXE মোড এর সিম্বল হলো “>”. এই EXE মোড এ পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতি নীচে বণর্না করা হলো:-
Exe mode command
| Router>enRouter#configure terminal Enter configuration commands, one per line. End with CNTL/Z. Router(config)#line console 0 Router(config-line)#password cisco123 Router(config-line)#login Router(config-line)#exit Router(config)#exit %SYS-5-CONFIG_I: Configured from console by console Router#wr | 
Privilege mode:
সিসকো রাউটার সমূহের এডভান্সড অপারেশন মোড হলো প্রিভিলেজড মোড। প্রিভিলেজড মোড এর সিম্বল হলো “#”প্রিভিলেজড মোড এ পাসওয়ার্ড কনফিগারেশন নিয়ম নীচে বর্ণনা করা হলো:
| Router>enRouter#configure terminal Configuring from terminal, memory, or network [terminal]? Enter configuration commands, one per line. End with CNTL/Z. Router(config)#enable password Router(config)#enable password titas123 Router(config)#exit %SYS-5-CONFIG_I: Configured from console by console Router#wr | 
Global Configuration mode :
গ্লোবাল কনফিগারেশন মোড হলো সেই অপারেশন যেখানে কোনো কনফিগারেশন কমান্ড দেওয়া হলে তা পুরো ডিভাইসে কাজ করে। তবে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হলে প্রথমে প্রিভিলাইজড মোডে যেতে হবে।
| Router>enRouter#configure terminal Configuring from terminal, memory, or network [terminal]? Enter configuration commands, one per line. End with CNTL/Z. Router(config)# | 
Interface mode :
সিসকো ডিভাইসের নির্দিষ্ট কো ইন্টারফেইসকে কনফিগার করার জন্য মোডে যেতে হয়। নীচে একটি পোর্ট কনফিগার করার পদ্ধতি দেওয়া হলো:
| Router>enRouter#configure terminal Enter configuration commands, one per line. End with CNTL/Z. Router(config)#interface fastEthernet 0/0 Router(config-if)#ip address 192.168.60.1 255.255.255.0 Router(config-if)#no shutdown | 
CCNA পরিচিতি – লেকচার ৯ – স্ট্যাটিক রাউটিং 
 স্ট্যাটিক রাউটিং
————————–নেটওয়ার্কের ক্ষেত্রেও যদি অল্পসংখ্যক রাউটার খুব কাছাকাছি থাকে তাহলে স্ট্যাটিক রাউটিং করাই ভাল । ফলে ব্যান্ডউইদ যেমন কম খরচ হবে সাথে নেটওয়ার্কটিও সিকিউর হবে।
স্ট্যাটিক রাউট ব্যবহারের সুবিধাগুলো হলো:
রাউটিং ইফিসিয়েন্সি: স্ট্যাটিক রাউটিং এ রাউটার খুব দ্রুত কাজ করে । ফলে নেটওর্য়াক ব্যান্ডউইদ কম খরচ হয়।
নিরাপত্তা : আপনার ডাটা কোন পথে পরিবাহিত হবে তা নিয়ন্ত্রন করতে পারেন কিছু রাউট ম্যানুয়ালি কনফিগার করে।
স্ট্যাটিক রাউট ব্যবহারের কিছু অসুবিধা গুলো হলো :
মেইনটেন্যান্স: নেটওয়ার্ক এ রাউট পরিবর্তিত হলে ম্যানুয়ালি তা পরিবর্তন করতে হয়। ছোট নেটওর্য়াকের ক্ষেত্রে এটি করা সম্ভব হলেও বড় নেটওয়াকের্র ক্ষেত্রে তা কঠিন হয়ে দাড়ায়।
নির্ভুলতা: ম্যানুয়ালি রাউট কনফিগার করতে হয় বলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
স্ট্যাটিক রাউট করতে হলে যে সিনট্যাক্সটি ফলো করতে হবে তা হলো :
ip route dest-network subnet {next-hop-ip| interface}
ডেস্টিনেশন নেটওয়ার্ক: এর মাধ্যমে গন্তব্য নেটওয়ার্কের এড্রেস উল্লেখ্য করতে হবে।
সাবনেট : গন্তব্য নেটওয়ার্কের সাবনেট মাস্ক
নেক্সট আই পি/ ইন্টারফেইজ : এটি হলো আইপি গেইটওয়ে যার মাধ্যমে আপনি বাইরের নেটওর্য়াকের সাথে যুক্ত হবেন।
এখানে আমি একটি স্ট্যাটিক রাউট কনফিগার করেছি এবং কমান্ড লাইনগুলো দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এই কমান্ডগুলো ব্যবহার করে নিজেই packet tracer দিয়ে প্রাকটিস করতে পারবেন ।
বুঝতে সমস্যা হলে ভিডিএটির সাহায্য নিতে পারেন। আমি ভিডিওটিতে সব কমান্ড দেখানোর চেষ্টা করেছি
চলুন তাহলে দেখি কিভাবে স্ট্যাটিক রাউটিং কনফিগার করব।
For R2 router interface configuration command:
————————–
Router>en
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#interface fastEthernet 0/0
Router(config-if)#ipaddress 192.168.12.1 255.255.255.0
Router(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/0, changed state to up
Router(config-if)#exit
Router(config)#interface fastEthernet 0/1
Router(config-if)#ip address 192.168.10.1 255.255.255.0
Router(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/1, changed state to up
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface FastEthernet0/1, changed state to up
Router(config-if)#exit
Router(config)#exit
Router#wr
For Router 4 interface configuration command
————————–
Router>en
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#
Router(config)#interface fastEthernet 0/0
Router(config-if)#ip address 192.168.12.2 255.255.255.0
Router(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/0, changed state to up
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface FastEthernet0/0, changed state to up
Router(config-if)#exit
Router(config)#inter
Router(config)#interface fastEthernet 0/1
Router(config-if)#ip address 192.168.11.1 255.255.255.0
Router(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/1, changed state to up
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface FastEthernet0/1, changed state to up
Router(config-if)#exit
Router(config)#exit
%SYS-5-CONFIG_I: Configured from console by console
Router#wr
static routing (Router 2 )
————————–
outer#en
Router#con
Router#conf
Router#configure ter
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#ip route
Router(config)#ip route 192.168.11.0 255.255.255.0 192.168.12.2
Router(config)#exit
For static routing (Router 4 )
————————–
outer#en
Router#con
Router#conf
Router#configure ter
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#ip route
Router(config)#ip route 192.168.10.0 255.255.255.0 192.168.12.1
Router(config)#exit
স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন শেষ। এখন হোস্ট থেকে পিং করলেই বুঝতে পারবেন। আপনার কনফিগারেশন সঠিক আছে কি না ! এখানে আমরা পিং করে রিপ্লে দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের কনফিগারেশন সঠিক আছে। এখন আপনি শুরু করে দেন স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।
CCNA পরিচিতি – লেকচার ১০ – ডায়নামিক রাউটিং(EIGRP) 
 Dynamic Routing
আজকে আমরা ডায়নামিক রাউটিং EIGRP নিয়ে জানার চেস্টা করি। মনে রাখা ভাল যে সিসিএনএ পরীক্ষায় EIGRP নিয়ে একটি সিমুলেশন থাকে । সুতরাং EIGRP খুবেই গুরুত্বপূর্ণ সিসিএনএ পরীক্ষার জন্য।
EIGRP  বেসিক ধারণাআজকে আমরা ডায়নামিক রাউটিং EIGRP নিয়ে জানার চেস্টা করি। মনে রাখা ভাল যে সিসিএনএ পরীক্ষায় EIGRP নিয়ে একটি সিমুলেশন থাকে । সুতরাং EIGRP খুবেই গুরুত্বপূর্ণ সিসিএনএ পরীক্ষার জন্য।
EIGRP হলো এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ইহা এমন একটি প্রোটোকল যা আসলে লিংঙ্ক স্টেট রাউটিং প্রটোকলের বৈশিষ্ট্য আবার এটি ডিসট্যান্স ভেক্টর রাউটিং প্রটোকলের অনেক বৈশিষ্ট্যই ধারণ করে। এসব বিবেচনা করে EIGRP বলা হয় হাইব্রিড রাউটিং প্রটোকল। এখন প্রশ্ন হলো ডিসট্যান্স ভেক্টর রাউটিং প্রটোকল এবং লিংঙ্ক স্টেট রাউটিং প্রটোকল আসলে কি? ডিসট্যান্স ভেক্টর রাউটিং প্রটোকলে এর মাধ্যমে রাউটার জানতে পারে নেটওয়ার্কের প্রতিবেশী রাউটার সম্পর্কে এবং সকল রাউটারের অবস্থান সম্পর্কে অথার্ৎ কতটুকু দূরত্বে রাউটার গুলো অবস্থান করছে। আর লিংঙ্ক স্টেট রাউটিং প্রটোকল এর মাধ্যমে রাউটার জানতে পারে প্রতিটি লিংকের কষ্ট সম্পর্কে এবং বেস্ট পাথ সিলেক্ট করে থাকে ।
EIGRP এর সুবিধাগুলো হলো,
- CIDR ও VLSM সাপোর্ট করে
- EIGRP টপোলজি টেবিলে ব্যাকআপ পাথ রাখে ফলে কোন পাথে কোন সমস্যা ব্যাপআপ পাথ দিয়ে যোগাযোগ করে।
- DUAL(Diffusing Update Algorithm) ব্যবহার করে প্রতিটি রাউটারের মান নির্ধারণ করে।
- ডিফল্ট হপ কাউন্ট হলো-১০০
- প্রতিবেশি রাউটারগুলোর মধ্যে hello ম্যাসেজ পাঠায়। সেই hello ম্যাসেজ এর উত্তরে জানতে পারে কোন রাউটার নেটওয়ার্কে একটিভ আছে । ফলে দ্রুত কনভার্জেন্স ঘটে।
প্রথমেই EIGRP প্যাকেট গুলো সম্পর্কে জানার চেষ্টা করি
১. হ্যালো – এই প্যাকেট এর মাধ্যমে প্রতিবেশী রাউটার এর সাথে রিলেশনশীপ তৈরী করে থাকে।
২. আপডেট – আপডেট ব্যবহার করা হয় রাউটিং টেবিলের আপডেট সেন্ড করার জন্য।
৩. কোয়েরি- যদি মেইন রাউট এ সমস্যা হয় তাহলে কোন ব্যাকআপ পাথ আছে কি না তা জানার জন্য কোয়েরি প্যাকেট সেন্ড করে।
৪. রিপ্লে- যদি কোন প্রতিবেশী রাউটার ব্যাপআপ পাথ প্রদান করে তা হলো রিপ্লে ম্যাসেজ প্রদান করে।
৫. একোনলেজমেন্ট- প্যাকেট রিসিভ করে একোনলেজমেন্ট প্যাকেট এর মাধ্যমে।
এখন দেখি কিভাবে রাউট আপডেট করে
মনেকরি ২টি রাউটারে EIGRP কনফিগার করা আছে। চলেন দেখি রাউটার ২ট অন করার সাথে সাথে কি ঘটনা গঠে
ধাপ-১: রাউটার-১ একটি হ্যালো ম্যাসেজ সেন্ট করবে রাউটার-২কে
ধাপ-২: রাউটার-২ হ্যালো ম্যাসেজ রিসিভ করে সে একটি হ্যালো ম্যাসেজ সেন্ড করবে রাউটার-১কে । রাউটার-২ সাথে রাউটিং আপডেট প্যাকেট সেন্ড করবে রাউটার-১ কে
ধাপ-৩: রাউটার-১ আপডেট প্যাকেট রিসিভ করার সাথে সাথে একটি এ্যাকুনলেজ ম্যাসেজ সেন্ড করবে রাউটার-২ কে । সাধারণত এভাবেই EIGRP তার প্রতিবেশী রাউটার গুলোর সাথে যোগাযোগ রক্ষা করে থাকে ।
এবার একটি প্রাকটিক্যাল করি অথার্ৎ EIGRP কনফিগার করি
EIGRP কনফিগার করার পদ্ধতি
১. প্রথমে নেটওয়ার্কটি ডিজাইন করি
২. প্রতিটি রাউটারের আলাদা নাম এসাইন করি।
৩. প্রত্যেকটি রাউটারে ইন্টারফেসগুলো আপ করি
৪. প্রতিটি রাউটারে EIGRP চালু করি।
১. প্রথমে নেটওয়ার্কটি ডিজাইন করি
২.প্রতিটি রাউটারের আলাদা নাম এসাইন করি।
Dhanmondi router host name configuration
—————————————–
Router>
Router>en
Router#conf
Router#configure ter
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#host
Router(config)#hostname Dhanmondi
Dhanmondi (config)#exit
Dhanmondi #
%SYS-5-CONFIG_I: Configured from console by console
Dhanmondi #wr
Gulshan router host name configuration
——————————————-
Router>
Router>en
Router#conf
Router#configure ter
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#host
Router(config)#hostname Gulshan
Gulshan(config)#exit
Gulshan#
%SYS-5-CONFIG_I: Configured from console by console
Gulshan#wr
Uttara router host name configuration
—————————————————–
Router>
Router>en
Router#conf
Router#configure ter
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#host
Router(config)#hostname Gulshan
Gulshan(config)#exit
Gulshan#
%SYS-5-CONFIG_I: Configured from console by console
Gulshan#wr
৩. প্রত্যেকটি রাউটারে ইন্টারফেসগুলো আপ করি
Dhanmondi router interface configuration
———————————————————
Dhanmondi>
Dhanmondi>en
Dhanmondi#conf
Dhanmondi#configure ter
Dhanmondi#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Dhanmondi(config)#inter
Dhanmondi(config)#interface eth
Dhanmondi(config)#interface ethernet 0/0/0
Dhanmondi(config-if)#ip add
Dhanmondi(config-if)#ip address 172.16.0.1 255.255.0.0
Dhanmondi(config-if)#no sh
Dhanmondi(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface Ethernet0/0/0, changed state to up
Dhanmondi(config-if)#exit
Dhanmondi(config)#inter
Dhanmondi(config)#interface fast
Dhanmondi(config)#interface fastEthernet 0/0
Dhanmondi(config-if)#ip add
Dhanmondi(config-if)#ip add
Dhanmondi(config-if)#ip address 172.15.0.1 255.255.0.0
Dhanmondi(config-if)#no sh
Dhanmondi(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/0, changed state to up
Dhanmondi(config-if)#exit
Dhanmondi(config)#inter
Dhanmondi(config)#interface fast
Dhanmondi(config)#interface fastEthernet 0/1
Dhanmondi(config-if)#ip add
Dhanmondi(config-if)#ip address 192.168.1.1 255.255.255.0
Dhanmondi(config-if)#no sh
Dhanmondi(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/1, changed state to up
Dhanmondi(config-if)#
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface FastEthernet0/1, changed state to up
Dhanmondi(config-if)#exit
Dhanmondi(config)#exit
Dhanmondi#
%SYS-5-CONFIG_I: Configured from console by console
Dhanmondi#wr
Gulshan router interface configuration
———————————————————–
Router>
Router>en
Router#conf
Router#configure ter
Router#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Router(config)#host
Router(config)#hostname Gulshan
Gulshan(config)#exit
Gulshan#
%SYS-5-CONFIG_I: Configured from console by console
Gulshan#wr
Building configuration…
[OK]
Gulshan#
Gulshan#conf
Gulshan#configure ter
Gulshan#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Gulshan(config)#inter
Gulshan(config)#interface eth
Gulshan(config)#interface ethernet 0/1/0
Gulshan(config-if)#ip add
Gulshan(config-if)#ip address 172.17.0.1 255.255.0.0
Gulshan(config-if)#no sh
Gulshan(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface Ethernet0/1/0, changed state to up
Gulshan(config-if)#exit
Gulshan(config)#inter
Gulshan(config)#interface fast
Gulshan(config)#interface fastEthernet 0/0
Gulshan(config-if)#ip add
Gulshan(config-if)#ip address 172.15.0.2 255.255.0.0
Gulshan(config-if)#no sh
Gulshan(config-if)#no shutdown
Gulshan(config-if)#
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/0, changed state to up
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface FastEthernet0/0, changed state to up
Gulshan(config-if)#exit
Gulshan(config)#inter
Gulshan(config)#interface fast
Gulshan(config)#interface fastEthernet 0/1
Gulshan(config-if)#ip add
Gulshan(config-if)#ip address 192.168.2.1 255.255.255.0
Gulshan(config-if)#no sh
Gulshan(config-if)#no shutdown
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/1, changed state to up
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface FastEthernet0/1, changed state to up
Gulshan(config-if)#exit
Gulshan(config)#exit
Gulshan#
Uttara router interface configuration
———————————————————
Uttara#conf
Uttara#configure ter
Uttara#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Uttara(config)#inter
Uttara(config)#interface eth
Uttara(config)#interface ethernet 0/1/0
Uttara(config-if)#ip addd
Uttara(config-if)#ip add
Uttara(config-if)#ip address 172.17.0.2 255.255.0.0
Uttara(config-if)#no sj
Uttara(config-if)#no s
Uttara(config-if)#no sh
Uttara(config-if)#no shutdown
Uttara(config-if)#
%LINK-5-CHANGED: Interface Ethernet0/1/0, changed state to up
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface Ethernet0/1/0, changed state to up
Uttara(config-if)#
Uttara(config-if)#exit
Uttara(config)#inter
Uttara(config)#interface eth
Uttara(config)#interface ethernet 0/0/0
Uttara(config-if)#ip add
Uttara(config-if)#ip address 172.16.0.2 255.255.0.0
Uttara(config-if)#no sh
Uttara(config-if)#no shutdown
Uttara(config-if)#
%LINK-5-CHANGED: Interface Ethernet0/0/0, changed state to up
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface Ethernet0/0/0, changed state to up
Uttara(config-if)#
Uttara(config-if)#exit
Uttara(config)#inter
Uttara(config)#interface fast
Uttara(config)#interface fastEthernet 0/1
Uttara(config-if)#ip add
Uttara(config-if)#ip address 192.168.3.1 255.255.255.0
Uttara(config-if)#no sh
Uttara(config-if)#no shutdown
Uttara(config-if)#
%LINK-5-CHANGED: Interface FastEthernet0/1, changed state to up
%LINEPROTO-5-UPDOWN: Line protocol on Interface FastEthernet0/1, changed state to up
Uttara(config-if)#exit
Uttara(config)#exit
Uttara#
%SYS-5-CONFIG_I: Configured from console by console
Uttara#wr
Building configuration…
[OK]
৪. প্রতিটি রাউটারে EIGRP চালু করি।
Dhanmondi router EIGRP configuration
——————————————————
Dhanmondi>
Dhanmondi>en
Dhanmondi#conf
Dhanmondi#configure ter
Dhanmondi#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Dhanmondi(config)#router
Dhanmondi(config)#router eig
Dhanmondi(config)#router eigrp 20
Dhanmondi(config-router)#net
Dhanmondi(config-router)#network 192.168.1.0
Dhanmondi(config-router)#net
Dhanmondi(config-router)#network 172.16.0.0
Dhanmondi(config-router)#net
Dhanmondi(config-router)#network 172.15.0.0
Dhanmondi(config-router)#exit
Dhanmondi(config)#exit
Dhanmondi#
Gulshan route EIGRP command line
—————————————————-
Gulshan>
Gulshan>en
Gulshan#conf
Gulshan#configure ter
Gulshan#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Gulshan(config)#rou
Gulshan(config)#router eig
Gulshan(config)#router eigrp 20
Gulshan(config-router)#net
Gulshan(config-router)#network 192.168.2.0
Gulshan(config-router)#net
Gulshan(config-router)#network 172.17.0.0
Gulshan(config-router)#net
Gulshan(config-router)#network 172.15.0.0
Gulshan(config-router)#
%DUAL-5-NBRCHANGE: IP-EIGRP 20: Neighbor 172.15.0.1 (FastEthernet0/0) is up: new adjacency
Uttara router EIGRP configuration
——————————————————————–
Uttara>
Uttara>en
Uttara#conf
Uttara#configure ter
Uttara#configure terminal
Enter configuration commands, one per line. End with CNTL/Z.
Uttara(config)#ro
Uttara(config)#router ei
Uttara(config)#router eigrp
% Incomplete command.
Uttara(config)#router eigrp 20
Uttara(config-router)#net
Uttara(config-router)#network 192.168.3.0
Uttara(config-router)#net
Uttara(config-router)#network 172.16.0.0
Uttara(config-router)#
%DUAL-5-NBRCHANGE: IP-EIGRP 20: Neighbor 172.16.0.1 (Ethernet0/0/0) is up: new adjacency
Uttara(config-router)#net
Uttara(config-router)#network 172.17.0.0
Uttara(config-router)#
%DUAL-5-NBRCHANGE: IP-EIGRP 20: Neighbor 172.17.0.1 (Ethernet0/1/0) is up: new adjacency
EIGRP কনফিগারেশন শেষ। এখন আমরা এক হোস্ট থেকে অন্য হোস্টে পিং করে চেক করতে পারি । যদি পিং রিপ্লে হয় তাহলে বুঝতে হবে আমাদের EIGRP কনফিগারেশন সঠিক হয়েছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।
 
No comments:
Post a Comment